• শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

আগুনের ঘটনা নাশকতা কিনা, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন  ডেস্ক: / ২১৪ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বঙ্গবাজারসহ সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না, তা খতিয়ে দেখতে এবং দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এসব অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখতে বলেছেন শেখ হাসিনা।

এ ছাড়া সবাইকে আরও বেশি সচেতন থাকার পাশাপাশি মার্কেট সংশ্লিষ্ট সবাইকে নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে বলেছেন সরকারপ্রধান।

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র‌্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী সম্মিলিত চেষ্টা চালায়। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার পর ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...