1. mahadihasaninc@gmail.com : bdccrimebarta :
কামরাঙ্গীরচরে সাংবাদিকের ওপর হামলায় আটক৩, এসআই মিলন বরখাস্ত - বিডিসি ক্রাইম বার্তা

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পূর্বাহ্ন

কামরাঙ্গীরচরে সাংবাদিকের ওপর হামলায় আটক৩, এসআই মিলন বরখাস্ত

কামরাঙ্গীরচরে সাংবাদিকের ওপর হামলায় আটক৩, এসআই মিলন বরখাস্ত

জুয়েল খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ- রাজধানীর কামরাঙ্গীর চরে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে ভুয়া চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ভিডিও জার্নালিস্ট সাজু মিয়ার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হাসপাতালটির মালিক এম এইচ ওসমানীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এদিকে, দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে কামরাঙ্গীরচর থানার পুলিশ এসআই মিলনকে। পুলিশ জানিয়েছে, বিকেলে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে ভুয়া চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে যান হাসান মিসবাহ ও সাজু মিয়া।

এসময় তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা এবং ছিনিয়ে নেয়া হয় সাংবাদিকদের মোবাইল ফোন ও গাড়ির চাবি। প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয় তাদের। পরে খবর পেয়ে কামরাঙ্গীরচর থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।

হামলার শিকার সাংবাদিক হাসান মিসবাহ জানিয়েছেন, চিকিৎসায় অব্যবস্থাপনার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এসময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলে এসআই মিলনও তাদের মারধর করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিডিসি ক্রাইম বার্তা বলেন এই ঘটনায় নিয়মিত মামলার মামলা রজু করা হয়েছে। তিন জনকে আটক কোড়া হোয়েছে আগামীকাল কোটে চালান করা হবে আর বাকিদের দ্রুত গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে। দায়িত্ব অবহেলার কারনে এসআই মিলনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।#

Please Share This Post In Your Social Media


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 bdccrimebarta.com