বনি আমিন কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে নৃশংসভাবে হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। শুক্রবার (১৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার (কেরানীগঞ্জ সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তিনি জানান অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের দেখানো মতে ঘটনাস্থলের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার চাকু।
গ্রেপ্তারকৃতদের একজন মোঃ সুমন শেখ (৩৫), যাকে কেরানীগঞ্জ মডেল থানার একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে বরিশালের বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অপর আসামি মোঃ জসীম হাওলাদার (৩০)-কে।
এর আগে, গত ১১ জুন বিকেল ২টা ৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন নাগদা এলাকার কিং স্টার হাউজিং এর পশ্চিম-দক্ষিণ কোনের একটি ফাঁকা জায়গা থেকে অজ্ঞাতনামা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল, ডান হাতের কব্জি এবং দুই পায়ের রগ কাটা ছিল যা দেখে পুলিশের ধারণা, এটি পূর্বপরিকল্পিত ও বর্বরোচিত একটি হত্যাকাণ্ড।
পরবর্তীতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়,তার নাম জাকির ভূঁইয়া (২৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার পানি চত্বর এলাকার স্থায়ী বাসিন্দা এবং কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের নুড়ন্ডি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঘটনার পরদিন, ১২ জুন কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (নং-২২) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।