কেরানীগঞ্জ প্রতিনিধিঃ- ঢাকার কেরানীগঞ্জে চুরির অপবাদে শাফায়াতুল্লাহ (৩৮) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাই মুকুল জানান, গতরাতে আমার ভাই তার ভাড়ায় চালিত সিএনজি নিয়ে একটি গানের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলো। এ সময় পূর্ব শত্রুতার জেরে আগে থেকেই সোনাকান্দা বাতেন ব্যাপারীর বাড়ীর সামনে ওত পেতে থাকা রাকিব, নুর মোহাম্মদ, ফয়সাল, রানা নুর হোসেনসহ ৮/১০ জন মিলে আমার ভাইকে জোর পূর্বক নুর মোহাম্মদ এর বিল্ডিংয়ের ভেতরে নিয়ে প্রথম রড- বাশ, কাঠ দিয়ে এবং পড়ে টেডা দিয়ে আমার ভাইয়ের পায়ে উপর্যুপরি আঘাত করে। এতে আমার ভাই মারাত্মক ভাবে আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় এক ব্যক্তি জানান, গত ২২ নভেম্বর নাকি একটি ভাঙারির দোকানে চুরি হয়েছে, চোর বয়াতী নাকি তার নাম বলেছে, এটা শুনেই একজন মানুষকে এ ভাবে মারা কতটুকু যুক্তি সঙ্গত? চোরের অভিযুক্ত বয়াতি জানান, তাকে প্রচুর মারা হয়েছে। তাকে মেরে শাফায়াতুল্লার নাম বলাতে বাধ্য করেছে রাকিব, নুর মোহাম্মদ, ফয়সাল, রানা নুর হোসেন ‘রা। তবে রোহিতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ফিরোজ আলম বলেন, চোর ধরে জনগণ উত্তমমধ্যম দিয়েছে। তারা প্রোফেশনাল চোর। কোন শত্রুতা নয়। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর- রশিদ (পিপিএম) জানান, মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা পেলে মামলা নেওয়া হবে।#
আপনার মতামত লিখুন :