জাহিদ হাসান, জেলা প্রতিনিধিঃ- জামালপুরে ৩৩০ কোটি টাকা ব্যয়ে ৪৭৬.০৪ একর জমি জুড়ে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে একযোগে দেশের ৮ টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের মধ্য দিয়ে উন্মুক্ত হয় জামালপুরের অর্থনৈতিক অঞ্চল। সদর উপজেলার দিগপাইত অর্থনৈতিক অঞ্চলের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, আতিকুর রহমান ছানা সহ প্রমুখ। দিগপাইতে অর্থনৈতিক অঞ্চল চালু হলে প্রত্যক্ষভাবে ৩২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।#
আপনার মতামত লিখুন :