শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ অপরাহ্ন
নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ-বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম গ্রামে মসজিদ নির্মানের জন্য ৫লক্ষ অনুদান দিচ্ছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান। ইতিমধ্যে ৩লক্ষ টাকা দিয়েছেন মসজিদ কমিটির নিকট এবং সেই টাকায় মসজিদ নির্মান কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৯শে আগস্ট) পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রাম গ্রামে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ নির্মান কাজ পরিদর্শন সহ মুসল্লিদের সাথে মতবিনিময় কালে পুনরায় ২লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন পৌর মেয়র আনিছুর রহমান। উক্ত বিষয়ে মসজিদ কমিটির সাথে কথা বললে তারা জানান, পৌর মেয়র আনিছুর রহমানের দেয়া অনুদান ৩লক্ষ টাকা দিয়ে মসজিদ নির্মান কাজ চলমান রয়েছে। আজ জুম্মা নামাজ শেষে মসজিদ নির্মান কাজ পরিদর্শনের সময় আরো ২লক্ষ টাকা দেয়ার ঘোষনা দিয়েছেন তিনি। উক্ত বিষয়ে মেয়র আনিছুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, যেকোন ভাল কাজে পৌরবাসীর পাশে ছিলাম, আছি এবং থাকবো। আর ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সারাজীবন আমার সহযোগীতা অব্যাহত থাকবে- ইনশাআল্লাহ।
Leave a Reply