• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ কর্মকর্তাদের আইজিপি নিজেকে রাষ্ট্রপতি দাবী করে সংবাদ সম্মেলন ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে সংবাদকর্মী উজ্জ্বলের উপর অতর্কিত হামলা, এনজেএফ এর নিন্দা

সংবাদদাতা / ৯৮ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ: প্রতিদিনের বার্তা ও স্বাধীন বাংলা পত্রিকার রিপোর্টার উজ্জ্বল চৌধুরীর উপর অতর্কিত হামলা চালিয়েছে কতিপয় বিশেষ পেশার পরিচয় দানকারী’রা। এ ঘটনায় নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সকালে এক বার্তায় সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সোহেল বলেন, উজ্জ্বল চৌধুরীর সব সময় স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। কিন্তু বেশ কিছুদিন ধরে ভিন্ন গনমাধ্যমে কাজ করছে এমন কয়েকজন তাকে টার্গেট করে কূ-মন্তব্য করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক ১১ টায় জেলা কারাগারে সামনে একটি কভার্ড ভ্যানে আগুন লাগানোর খবর পেয়ে উজ্জ্বল সেখানে যায়। ওখানে গিয়ে ছবি নিতে গেলে সেখানে আগে থেকে উপস্থিত কয়েকজন তাকে মারধর করে গুরুতর জখম করে। এবং মা বোন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আশপাশে থাকা কয়েকজন গনমাধ্যমকর্মী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা সেবা প্রদান করে। এরপর রাতেই তিনি ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি ও সাধারণ সম্পাদক নিন্দা জানিয়ে আরো বলেন, এধরনের ঘটনা খুবই দুঃখজনক। একজন গনমাধ্যমকর্মী হয়ে অপর এক জনের কাছে যদি লাঞ্ছিত হতে হয় তাহলে অপরাধী’রা ব্যাপক ভাবে সাংবাদিকদের উপর হামলা চালাবে এবং ততপর হবে। এমনি এই হামলার ঘটনায় পাল্টাপাল্টি হামলাও হতে পারে। তাই বিষয়টি দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...