মোঃ ইউসুফ খাঁনঃ নীলফামারী জেলা শহরে চৌরঙ্গী মোড় থেকে ০৮ জুন) রবিবার রাত ১০-ঘটিকার সময়’ মদ ও মাদকদ্রব্য জব্দ করেছে বলে জানান সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে আমরা শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়।
প্রায় ১ ঘণ্টার মতো শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে একটি সাদা রংয়ের প্রাইভেট কার হোন্ডা এইচ আর-ভি (ঢাকা মেট্রো ঘ ১১-৮২২৩) দাড়িয়ে ছিল।
সন্দেহ হলে আমরা কারটিতে তল্লাসি করে একটি ব্যাগে বিদেশী মদ ইম্পেরিয়াল ব্লু হুইস্কি (৭৫০মিলি) ৬টি, ম্যাজিক মোমেন্ট ভদকা (৭৫০ মিলি) ৫টা, রয়েল স্টেজ (৭৫০মিলি) রয়েল স্ট্যাগ হুইস্কি ৫টা, ফেনসিডিল বোতল ৫টা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ২০০ পাতা (২০০০পিচ) জব্দ করা হয়।
আনুমানিক এসবের মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযানের নেতৃত্ব দেন নীলফামারী সেনা ক্যাম্পের সার্জেন্ট মোদাচ্ছের। গাড়ি সহ উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম, আর সাঈদ বলেন, এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। গাড়ীর নম্বর দেখে মালিকের খোঁজ করা হচ্ছে বলে উল্লেখ করেন।