রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধিঃ- শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মানদী থেকে প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ১১ টার দিকে সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুরেশ্বর নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু আব্দুল্লাহ জানান, সকাল ৯টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে একটি কল আসে। সুরেশ্বর লঞ্চ ঘাটের পূর্বপাশে চায়না ড্রেজারের সাথে অজ্ঞাতনামা একটি মরদেহ ভাসতেছে। এই সংবাদের ভিত্তিতে আমরা সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে চায়না ড্রেজারের সাথে পদ্মা নদতে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এরপর মরদেহটি শনাক্ত করার জন্য সিআইডির ক্রাইম যোগাযোগ করে। ক্রাইম সিনের সদস্যরা ফরিদপুর থেকে আসার পর মরদেহের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে মরদেহ’টি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#
Leave a Reply