• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

পোল্যান্ডকে গোলবন্যায় ভাসাল পর্তুগাল, রোনালদোর রেকর্ড

সংবাদদাতা / ৪৯ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক:  উয়েফা নেশনস লিগে উয়েফা নেশনস লিগের ম্যাচে গতকাল পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও দারুণ পারফর্ম করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে একটি গোল করার পর ম্যাচের শেষদিকে ওভারহেড কিকেও একবার লক্ষ্যভেদ করেছেন তিনি। তার জোড়া গোলের দিনে পোল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে জয়ের দেখা পেয়েছে পর্তুগাল।

নেশন্স লিগের ম্যাচটিতে পর্তুগাল কাল জয়ের দেখা পেয়েছে ৫-১ গোলে। ৩৯ বছর বয়সে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোল করে ভক্তদের চমকিত করার ম্যাচে দারুণ এক রেকর্ডও গড়েছেন পর্তুগীজ মহাতারকা।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচজয়ের রেকর্ডটা এতোদিন ছিল সার্জিও রামোসের। স্প্যানিশ এই ডিফেন্ডার ১৩১ ম্যাচ জিতে সবার শীর্ষে ছিলেন। তবে গতকাল পোল্যান্ডকে হারিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থের রেকর্ডটি নিজের করে নিয়েছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি, ১৩২ ম্যাচজয়ের রেকর্ড এখন রোনালদোর।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে গতকাল দুর্দান্ত পারফর্ম করেছে পর্তুগাল। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। তপবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে একে একে ৫ গোল দিয়েছে পর্তুগীজরা। রনালদোদের হয়ে গোলের ডেডলক ভাঙেন রাফায়েল লেয়াও। ৫৯ মিনিটে তিনি গোল করে দলকে লিড এনে দেন।

লেয়াওয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ৭২ মিনিটে পেনাল্টি থেকে পানেঙ্কা শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এরপর ম্যাচের ৮৭ মিনিটে এসে দুর্দান্ত এক ওভারহেড কিক থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান পর্তুগীজ মহাতারকা।

রোনালদো জোড়া গোল করার আগে পর্তুগালের হয়ে আরও দুই গোল করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। ৮৮ মিনিটে এক গোলের দেখা পায় পোল্যান্ড। তবে ডমিনিক মারচুকের করা এই গোল হারের ব্যবধানই কমিয়েছে কেবল। এই জয়ে ৫ ম্যাচে কোনো হার ছাড়াই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...