মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুলঃ– মোঃ আলী হোসেনের অভিযোগ শত বছর ধরে যে জায়গা আমার ভোগদখলে ছিলো, সে জায়গা জোর করে দখল করে, আবুল হাসান মেম্বার যার পরিচয় একনামে ভুৃৃমি দস্যু হিসাবে চিনেন স্থানীয় জনগন। মোঃ আলী হোসেন বলেন, আমি কুমিল্লা জেলা বরুড়া উপজেলা ১০ নং উওর শীলমুড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড আড়ই গ্রামের বাসিন্দা। মোঃ আলী হোসেন আরও বলেন এ জায়গা আমার বাপ দাদার ওয়ারিশ সুত্রে আমি ও আমার চাচাত ভাই গং মালিক প্রায় একশত বছর ধরে আমাদের দখলে রহিয়াছে, সব ধরনের কাগজ পত্র আছে কিন্তু আজ এক বছর ধরে আবুল হাসান মেম্বার আমাদের জায়গা দখল দিয়েছে। দলিলকৃত ১৬ শতক জায়গা দখল করার পর বরুড়া থানায় গিয়ে অভিযোগ করি, কর্তব্যরত এস আই চন্দন কান্তি দাশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে তা দেখে যান এবং আমার বাপ দাদার দখলকৃত সম্পত্তি আবুল হাসান মেম্বার এর দখলে আছে বলে নিশ্চিত হন, আমাদের উভয়ের মধ্যে দফায় দফায় গ্রাম্ম সালিশ হয়, কিন্তু আবুল হাসান মেম্বার উক্ত শালিস মানে নাই পরে ভুক্তভোগী পরিবারের সকলে মিলে বরুড়া থানায় গিয়ে একটি অভিযোগ করি যাহার SDR নং ২২১/২২. ইং এখানে কোন সমাধান না পেয়ে, পরে আমি নিরুপায় হয়ে কোর্টে গিয়ে মামালা করি যাহার সি আর মামলা নং ১২৯/২২ (বরুড়া) ধারা- ১৪৩/ ৩২৩/ ৪২৭/ ৩৭৯/৪৪৭/৫০৬/৩৪ পেনাল কোড। স্মারক নং ৬৩৫.তাং – ১৫/০২/২০২২খ্রিঃ কুমিল্লা বরুড়া থানা থেকে যে রিপোর্ট দেওয়া হলো তার কিছু অংশ তুলে ধরলাম, ৫ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় বিবাদীগন সকলে বেআইনি ভাবে ঐ জায়গা থেকে বেশ কিছু গাছ কেটে পেলে বলে রিপোর্ট দেয়, কিন্তু তাতেও কোন লাভ হয় নাই এ সময় ভুক্তভোগী মোঃ আলী হোসেন বলেন গত ৫ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকা। ঘটনা স্থলে বরুড়া থানাধীন আড়াই গ্রামে আমার নিজ বাড়িতে পৈত্রিক ওয়ারিশসুত্রে ও ক্রয়সুত্রে মালিক আনাদিন জায়গা সম্পত্তি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে, উক্ত বিষয়ে স্হানীয় ভাবে বহুবার সালিশ বৈঠক হইলেও মোঃ আবুল হাসান মেম্বার তা কোন পরোয়া করে নাই, প্রতিনিয়ত আমাদের বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয় আমাদের অজান্তে জিবন নাশের জন্য। তার দিয়ে টিনের বেড়াতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখানে, এ সকল কুকর্ম গুলোর ভিডিও ফুটেজ সহ ও ছবি আমাদের সংগৃহীত রহিয়াছে আলী হোসেন জানান, এ সময় ভুক্তভোগী আলী হোসেন গংরা কেঁদে দিয়ে বলেন, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে, এখন আমি অসহায়ত্ব জিবন যাপন করছি। এ সময় ভুক্তভোগী পরিবার আর বলেন বিজ্ঞ আদালতের মামলা চলমান থাকা অবস্থায় আবুল হসান মেম্বার কোন বাহুবলে সেই স্থানের গাছ কেটে বিক্রি করে দেয়, অসহায় আলী হোসেন সহ তার পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর সুবিচার চায়, মোঃ আলী হোসেন।#
আপনার মতামত লিখুন :