ডেস্ক রিপোর্টঃ- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ২৬৮ জনের প্রাণহানি হয়েছে। এর বেশির ভাগই শিশু। সোমবারের (২১ নভেম্বর) ওই ঘটনায় আহত হয়েছেন এক হাজারের বেশি। এখনও নিখোঁজ দেড় শতাধিক। এছাড়া গৃহহীন হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।বুধবার (২৩ নভেম্বর) টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা জায় বলা হয়েছে, মঙ্গলবার (২২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। দেশটির পশ্চিম জাভার প্রায় সব হাসপাতাল ভরে গেছে ভর্তি হওয়া কোমলমতি শিশুতে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে বহু স্কুলভবন ধসে পড়ায় অনেক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। শক্তিশালী ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২২ হাজার ঘরবাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু অঞ্চল। সেই ধ্বংসস্তূপ সরাতেই এখন বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা।#
আপনার মতামত লিখুন :