1. mahadihasaninc@gmail.com : bdccrimebarta :
মাদারীপুরে উদ্ধার হল ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম - বিডিসি ক্রাইম বার্তা

সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন

News Headline :
এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, শিশুর মৃত্যু বিশ্বে শান্তি বজায় রাখতে বাংলাদেশ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে নির্বাচন ভবনে ইসি রাশেদা কঠোর হবো কি না, পরিস্থিতির ওপর নির্ভর করবে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন চাই: ওআইসি মহাসচিব ছাত্রলীগ নেতা জসিম হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোয়ান সাভারে ইসলামী এজেন্ট ব্যাংকিং এর ২৫ লক্ষ ছিনতাইকৃত ১১ লক্ষ টাকাসহ গ্ৰেফতার-৩ হবিগঞ্জে খোয়াই নদীর চরে গজে উঠা খেলার মাঠ দখলের পায়তারা নিরাপদ মাতৃত্ব দিবস আজ ভিসানীতির সঙ্গে গাজীপুরের ভোটের কোনো সম্পর্ক নেই : ইসি আলমগীর
মাদারীপুরে উদ্ধার হল ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম

মাদারীপুরে উদ্ধার হল ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে গভীর রাতে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান চালায় ডাসার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার পশ্চিম দর্শনা মধু সুদন দে এর বসত ঘরের পিছনে খুপড়ি ঘরে অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির মুলহোতা মধু সুদন দে (৫০) ঘর থেকে পালিয়ে যায়। সে উপজেলার পশ্চিম দর্শনা মৃত মাদব চন্দ্র দে এর ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম, একটি ড্রাম, দুটি পাতিল ও একটি প্লাস্টিকের খালি বোলত উদ্ধার করে।পলাতক আসামি মধু সুদনের বিরুদ্ধে মাদকদ্রব্য মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল নিজ হেফাজতে রাখার অপরাধে ডাসার থানায় একটি মামলা হয়েছে।

এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, মদ তৈরি এবং বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে। অবৈধ মদ তৈরির দায়ে মাদক দ্রব্য আইনে ডাসার থানায় একটি মামলা রুজু হয়েছে। তিনি আরও বলেন ডাসার থানাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশ সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।#

Please Share This Post In Your Social Media


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 bdccrimebarta.com