• রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কমছে গরু-মুরগির মাংসের দাম, সবজিতে স্বস্তি  চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড় থানার নিরাপত্তা জোরদারে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি! এমপি নিক্সন চৌধুরীসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা স্ত্রীসহ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা র‍্যাব বিলুপ্তিসহ জাতিসংঘের সুপারিশগুলোর বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাম্প-মোদি বৈঠকে আলোচনা থাকতে পারে বাংলাদেশ প্রসঙ্গেও চলতি মাসেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ওসি মনজুর কাদের ভুইঁয়াকে দ্রুত প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আহত

সংবাদদাতা / ১৩৩ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ – মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চরমিরেশ্বর এলাকায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ স্বপন মিয়া (৫০) ও নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা মুুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ স্বপন মিয়া বোন মোকশেদা বেগমের বাড়িতে বেড়াতে এসে সন্ত্রাসীদের হামলার শিকার হন।

এ ঘটনায় জাহাঙ্গীর মাদবরের স্ত্রী মোকশেদা বেগম মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। আহত অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ স্বপন মিয়া ছাড়াও অন্যান্য আহতরা হচ্ছেন মোকশেদা বেগম ও তার বড় বোনের ছেলের স্ত্রী ডলি (২৭)। হামলাকারীরা তাদের ওপর দেশি অস্ত্রাধি দিয়ে হামলা চালায় বলে মামলার আর্জিতে অভিযোগ করা হয়েছে। হামলার সময়ে হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ অর্থসহ স্বর্ণ অলংকার ছিনিয়ে নিয়ে যায়।

এ মামলায় সেরাজুল হক শেকুসহ ১০জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মামলার আর্জির সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের হিসেবে হামলাকারীরা মোকশেদা বেগমের বাড়িতে ২১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে হামলা চালায়। তাকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে অন্যান্যরা হামলার শিকর হন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...