বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর পৌর শহরের কলেজ বাজারে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ উদ্দিন (৫৮) নামের এক আহত পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৩টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি পৌর শহরের চাঁদপুর মহল্লার আব্দুল আজিজের ছেলে। পৌরসভার সংশ্লিষ্ট ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় কলেজ বাজারে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মমতাজ উদ্দিনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ ভোর সাড়ে ৩টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।#