নিজস্ব সংবাদদাতা: ময়মনসিংহে প্রতারণা, চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় এনটিভির ক্যামেরাম্যান মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক এ পরোয়ানা জারি করেন।
রবিবার (২রা জুলাই ) বিকালে মামলার বাদী রেজাউল করিম রেজা এ তথ্য জানান। মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী রেজাউল করিম রেজাকে কয়েকটি চেক দেওয়া হয়। তবে অ্যাকাউন্টে টাকা না থাকায় তাকে দেওয়া চেকগুলো ডিজঅনার হয়। এতে ওই ভুক্তভোগী পাওনা টাকা চাইতে গেলে তাকে উল্টো হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন রেজা। এরপর চলতি বছরের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাসুদ রানার বিরুদ্ধে মামলা করেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও মাসুদ রানা হাজির হয়নি।
এ জন্য রবিবার (২রা জুলাই) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানার খবর শুনে মাসুদ রানা ফোনে মামলা তুলে নিতে বলেন। মামলা না তুললে প্রাণনাশের হুমকি দেন।
মামলার বাদীপক্ষের সিনিয়র আইনজীবী আব্দুর রহমান আল হুসাইন তাজ বলেন, মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর আগে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন হয়। কিন্তু তারা ওই তারিখে আদালতে হাজির হননি। দ্বিতীয় তারিখেও তারা আদালতে হাজির না হওয়ার কারণে আদালতের বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।