• রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় বিট পুলিশং বৈঠক

Reporter Name / ১০১ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

সামাদ হাওলাদার, লৌহজং থেকেঃ মাদক ব্যবসা ও সেবন থেকে বিরত হতে মাদক কারবারি ও সেবনকারীদের সতর্ক করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর। শনিবার দুপুরে মাদকের আখড়া হিসেবে পরিচিত গোয়ালীমান্দ্রা হাটে বিট পুলিশিং সভায় তিনি সতর্কবার্তা দেন।

সভাপতির বক্তব্যে ওসি তায়াবীর বলেন, মুন্সীগঞ্জের সবচেয়ে বড় মাদকের আখড়া হিসেবে গোয়ালীমান্দ্রা বেদেপল্লি দুর্নাম কুড়িয়েছে। এর আগে এখানে অভিযান চালাতে এসে পুলিশ সদস্যরা বেশ কয়েকবার মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন।এরপর থেকে কেউ যদি পুলিশের ওপর হামলার চেষ্টা করে তাহলে মাদক কারবারিদের প্রতিহত করা হবে।

এ ছাড়া মাদক বেচা- কেনাকে প্রশ্রয় দিলে তিনি বেদে সর্দারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। এ সময় ওসি তায়াবীর মাদক কারবারিদের আত্মসমর্পণের আহ্বান জানান। মাদক ছেড়ে অন্য পেশায় আসতে চাইলে তিনি সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লৌহজং থানা ওসি তদন্ত মো. সাইফুল ইসলাম, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, ইউপি সদস্য জাহানারা বেগম, বেদে সর্দার আবদুল মান্নান চৌধুরী, আবদুল আজিজ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category