শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : শাল্লায় খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সহযোগীতায় ও সুনামগঞ্জ খেলাঘরের আয়োজনে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৫আগস্ট শুক্রবার দুপুরে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে ৩৫জন শিক্ষার্থীর হাতে এসব উপকরণ বিতরণ করা হয়।
এরপূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা খেলাঘর আসরের সভাপতি কানন বালা সরকারের সভাপতিত্বে ও সহ সভাপতি পৃথেশ চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাঘর আসরের সিলেট বিভাগের সমন্বয়ক বাদল রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক কানাইলাল সরকার, ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস, জ্যোতিষ তালুকদার বাদল, হবিগঞ্জ জেলা খেলাঘর আসরের সদস্য তাপস কুমার বণিক, সুনামগঞ্জ জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, উপজেলা খেলাঘরের সাংগঠনিক সম্পাদক রাজনব্রত সরকার প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন অনন্যা তালুকদার, অতশী তালুকদার, নীরা রায়,অর্পা তালুকদার, স্পর্শিতা তালুকদার, প্রহর তালুকদার, অর্ণব রায় নীড়, দীপ দাস, ক্রাউন তালুকদার, রাজশ্রী রায়, বিশাখা রায় ও মৌসুমি তালুকদার।#