রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: শাল্লায় চুয়াডাঙ্গা শিল্পীদের পক্ষ থেকে বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই সোমবার
বিকেলে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে প্রায় দুইশতাধিক দরিদ্র্য, বিধবা, অসচ্ছল, শিল্পী, যন্ত্রশিল্পী ও প্রতিবন্ধীদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা শিল্পীদের দেওয়া চাল, ডাল, আলু ও পেয়াজের পাশাপাশি বিতরণ করা হয় সরকারি শুকনো খাবারও।
বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, সহ-সভাপতি উপানন্দ দাস, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার, উদীচীর শাল্লা শাখার সাধারণ সম্পাদক চম্পা তালুকদার, অর্থ সম্পাদক শর্বরী মজুমদার, গণসংগীত সম্পাদক ইন্দ্রজিৎ দাস, উপজেলা প্রতিবন্ধী সমাজ কল্যাণ সমিতির সভাপতি চিন্ময় দাসসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।#
Leave a Reply