নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ দিয়েছে ডাক, শাহবাগ চত্বর ভরে যাক। এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রনেতা, মুজিব আদর্শের পরিক্ষিত সৈনিক, আহমেদ সাইফুল রহমান ছোটন বর্তমান স্বাধীনতা বিরোধী শক্তির অপ তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধা লীগের সহযোগিতায় প্রতিরোধ সবার আহ্বান করেছেন। পহেলা ডিসেম্বর দুপুর বারোটা পাঁচ মিনিটে শাহবাগ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হবে ঘোষিত কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাধীনতার পক্ষের দেশবরেণ্য রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার বিশেষ ব্যক্তিবর্গ। উপস্থিত বদ্ধাদের মধ্যে উপস্থিত থাকবেন জনাব,মোফাজ্জল হোসেন মায়া, জনাব কামরুল ইসলাম সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্যদ্বয়।আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা,সাবেক ছাত্রনেতা জনাব মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, জনাব নুর ইসলাম মোল্লা সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করবেন, সাবেক ছাত্রনেতা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের ভাইস প্রেসিডেন্ট জনাব লায়ন, নুর ইসলাম। আপনারা সবাই আমন্ত্রিত।#
আপনার মতামত লিখুন :