• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবককে জরিমানা

আহমেদ সাজু, সখীপুরঃ / ১১৯ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

আহমেদ সাজু, সখীপুরঃ

টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন মাঠে বেপরোয়া ভাবে বাইক চালনা ও ইভটিজিং দায়ে রিফাত হোসেন  (২৩) নামে যুবককে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ এপ্রিল) সখীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন মাঠে মেলা চলাকালীন সময়ে সাগরদিঘী ইউনিয়নের শোলাকুড়া গ্রামের হযরত আলীর ছেলে রিফাত হোসেন উশৃংখল ভাবে ঘোরাফেরা ও ইভটিজিং করার দায় স্বীকার করায়।

দণ্ডবিধি (১৮৬০) অনুসারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রিফাত হোসেন ২০ হাজার জরিমানাসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।এসময় আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম।

এবিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম জানান, মেলা চলাকালীন সময়ে যেকোন অপ্রীতিকর ঘটনা ও অনিয়মের অভিযোগ পেলে প্রশাসন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রিফাতের বিষয়ে বলেন, প্রাথমিক ভাবে অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এইরকম অপকর্মে জড়িত না হওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, মেলা চলাকালীন সময়ে ভোগান্তি লাগবে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...