• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন, আসামী গ্রেফতার

আজাদ খান (জামালপুর) থেকেঃ / ১৭০ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

আজাদ খান (জামালপুর) থেকেঃ জামালপুর জেলার সরিষাবাড়ী থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুনের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামীকে মাদারগঞ্জ থানার পলিশা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন পলিশা এলাকায় অভিযান পরিচালনা করে সরিষাবাড়ী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী মোঃ লাভলু মিয়া (৪৮) কে ০৩ মে ২০২৩ ইং তারিখ ০৩:৪০ ঘটিকায় গ্রেফতার করে।

বাদী মোঃ শাহজাহান (৬৩), পিতা- মৃত আলম শেখ, সাং- শুয়াকৈর, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর এবং বিবাদীগন একই গ্রামে পাশাপাশি বসবাস করেন। বাদী ও বিবাদীগনের মধ্যে পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ০৫/০৩/২০২৩ ইং তারিখে সকাল অনুমান ০৮.০০ ঘটিকায় বিবাদীগন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রæতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী জনতাবদ্ধে বাদীর বসত বাড়ীর আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ভয়ভীতি হুমকি দিতে থাকে।

এমতাবস্থায় বাদী প্রতিবাদ করলে ধৃত আসামীসহ অন্যান্য অজ্ঞাত আসামীগণ মারপিট শুরু করে। বাদীকে বাঁচানো জন্য তার সহোদর ছোট ভাই মোঃ সুলতান মাহমুদ @ হলই এগিয়ে আসলে ধৃত আসামী মোঃ লাভলু মিয়া (৪৮), পিতাঃ- মৃত আবুল শেখ, সাং- শুয়াকৈর, থানাঃ- সরিষাবাড়ী, জেলাঃ- জামালপুর শাবল দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে মাথার খুলিতে ছিদ্রযুক্ত মস্তিকে গভীর ক্ষত গুরুত্বর রক্তাক্ত জখম হয় এবং অন্যান্য আসামীরা এলোপাথারি ভাবে মারধর করতে থাকে।

উক্ত আঘাতের ফলে মোঃ সুলতান মাহমুদ @ হলই মাটিতে লুটিয়ে পড়ে এবং নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হতে থাকে। তখন বাদীর ডাকচিৎকার এবং আশেপাশের লোক সমাগম হলে আসামীগণ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে মোঃ সুলতান মাহমুদ @ হলইকে মুমূর্ষু অবস্থায় সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

উন্নত চিকিৎসার জন্য মোঃ সুলতান মাহমুদ @ হলইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হইলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা অত্যন্ত আশংকা জনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মোঃ সুলতান মাহমুদ @ হলই গত ২৭ এপ্রিল ২০২৩ ইং তারিখ বেলা ০৩.০২ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন।

এমতাবস্থায় মোঃ শাহজাহান (৬৩) সরিষাবাড়ী থানায় হাজির হইয়া বাদী হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ, সরিষাবাড়ী থানার মামলা নং-৩১, তারিখঃ ২৭/০৩/২০২৩ ইং, ধারা-১৪৩/৪৪৭/ ৩০৭/৩২৩/ ৩২৫/ ৩২৬/৩৫৪/৫০৬/১১৪ দঃ বিঃ রুজু করেন। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু ঘটিলে পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার পেনাল কোড আইনের ধারা- ৩০২ এজাহারে সংযুক্ত করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন। মামলার ঘটনার পর থেকেই আসামী মোঃ লাভলু মিয়া (৪৮) আত্মগোপনে ছিল।

বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ইং ০৩ মে ২০২৩ ইং তারিখ অনুমান ০৩:৪০ ঘটিকায় জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন পলিশা গ্রামস্থ জনৈক নুরুল শেখ এর বসত ঘর হতে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ লাভলু মিয়া (৪৮)’কে আটক করে। ধৃত আসামীকে জিজ্ঞাবাদে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। ধৃত আসামীকে সূত্রোক্ত মামলায় জামালপুর জেলায় সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...