• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় ট্রেনের নিচে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী! শ্যামপুরে লোকমান চক্রের মাদক সাম্রাজ্য: পরিবারের সবাই ব্যবসায় জড়িত! ভাঙ্গুড়ায় পাচারকৃত সার আটক, ডিলারের অর্থদন্ড বুড়িচং সরকারি হাসপাতালের অনুকরণীয় দৃশ্য ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু মো.মেহেদী হাসান আচরণ বিধিমালা জারি সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ময়মনসিংহে বাসে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত ‘চালক’ একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ : প্রেস সচিব

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের আত্মপ্রকাশ ফ্যাসিবাদ মুক্ত

নিজস্ব সংবাদদাতাঃ / ১০৩ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা অফিসে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”নামে একটি পেশাগত অধিকার সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেন সাংবাদিক ও সংগঠনের আহবায়ক মোঃ খায়রুল আলম রফিক।

এ সময় তিনি বলেন, ‘গত ১৬ বছরে নিপীড়িত ও খুন হওয়া সাংবাদিকদের তালিকা করা হচ্ছে । খায়রুল আলম রফিক বলেন, ‘বিগত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন এবং বিভিন্ন সময় খুন হয়েছেন। কিন্তু নিপীড়িত সাংবাদিক ও খুন হওয়া সাংবাদিকের প্রকৃত সংখ্যা আমরা কেউ জানি না। আবার শুধু সাংবাদিকরা নিজেরাই নন, তাদের পরিবারের সদস্যদের পর্যন্ত মামলা, হামলা এবং হয়রানির মধ্যদিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের নির্যাতিত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তারা যাতে যথাযথ বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একইসঙ্গে বর্তমান এবং ভবিষ্যতে যেকোনও সরকারের সময় যাতে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন সে জন্য কাজ করে যাবে এই সংগঠনটি।

উক্ত সংগঠনে সদস্যরা হচ্ছেন বিজ্ঞ আইনজীবী, মানবাধিকার কর্মী, সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ৬৪ জেলা থেকে ৭১ জন সাংবাদিক নিয়ে যাত্রা শুরু করবে । এছাড়াও প্রত্যেকটা ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আলাদা একটি তদন্ত সংস্থা কমিটি করা হয়েছে। উক্ত তদন্ত সংস্থার একজন প্রধান ও ১১ সদস্য রাখা হবে।

উক্ত কমিটিতে বিজ্ঞ আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকরা রয়েছে। সকলের নাম পদবী খুব শীঘ্রই প্রকাশ করা হবে। রফিক বলেন, ‘বিগত বছরগুলোতে সাংবাদিকদের হয়রানির ঘটনাগুলো” সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে এবং সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...
Link Copied!