1. mahadihasaninc@gmail.com : bdccrimebarta :
হবিগঞ্জে ১ আসনের সাবেক এমপি মুনিম বাবু’র স্ত্রীর বিরুদ্ধে মামলা - বিডিসি ক্রাইম বার্তা

সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১ আসনের সাবেক এমপি মুনিম বাবু’র স্ত্রীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে ১ আসনের সাবেক এমপি মুনিম বাবু’র স্ত্রীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবুর স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকারের আদালতে তার ননদ দাবি করা সুফিয়া বেগম নামে এক নারী বাদী হয়ে মামলাটি করেন। মামলার আদেশে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন-তানিয়া আক্তার (২৫), তার বাবা কনা মিয়া (৫০), জিতু মিয়া (৪৫), এনামুল হক (২৭), নুরুল হক (২০) ও মায়া বেগম (৪২)। গত ১৬ মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারেন— তানিয়া অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ বিষয়ে বাদী তানিয়ার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে টাকা ও সোনা নেওয়ার কথা অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন

বাদী সুফিয়া দাবি করেন, ‘আমার প্রবাসী ভাইয়ের সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও তানিয়া প্রতারণা করে আর্থিক ক্ষতিসাধন করে অন্যত্র বিয়ে করেছে। আমি নিরুপায় হয়ে জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আদালত মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আশা করছি, আদালতে আমরা ন্যায় বিচার পাবো।’

এ বিষয়ে তানিয়া আক্তারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্বামী এম এ মুনিম চৌধুরী বাবু জানান, মামলার ঘটনায় তানিয়া কোনও মন্তব্য করতে রাজি নন।উল্লেখ্য, গত ১৫ মে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নবীগঞ্জের কুর্শি গ্রামের বাসিন্দা এম এ মুনিম চৌধুরী বাবুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের কনা মিয়ার মেয়ে তানিয়া আক্তার।#

Please Share This Post In Your Social Media


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 bdccrimebarta.com