শেরপুর জেলা প্রতিনিধিঃ গত ০৪ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৩.৩০ ঘটিকায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল।
“সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ধানবান্দী এলাকায়” অভিযান পরিচালনা করে শেরপুর জেলার শ্রীবরদী থানার আলোচিত ব্যাটারি চালিত অটোরিক্সা চালক শহিদ মিয়া হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামি মোঃ সৌরভ আলী'কে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার সাথে থেকে ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ বিকাল অনুমানিক ০৪.০০ ঘটিকা হতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৫.৩০ ঘটিকার মধ্যে শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন গোসাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা এলাকায় অজ্ঞাতনামা দুস্কৃতি কারীরা পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দ্বারা ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আঃ শহিদ মিয়া'কে গুরুত্বর আঘাত করে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করতঃ নৃশংস ভাবে খুন করে।
লাশ ঘুম করার উদ্দেশ্যে ধান ক্ষেতের ভিতর ফেলে রাখে এবং ব্যাটারি চালিত অটোরিক্সাটি শ্রীবরদী থানা এলাকার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে অটোরিক্সায় থাকা পাঁচটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পিতা অলি মামুদ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১ অক্টোবর ২০২৪, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ দন্ড বিধি ১৮৬০।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার