মাটি মামুনঃ যাত্রীবেশে অটোরিকশা ছিনিয়ে নিতে হত্যা করা হচ্ছে একের পর এক অটোচালককে। গত দুই মাসে রংপুর অঞ্চলে পাঁচ অটো চালক'কে হত্যাসহ অভিনব কৌশলে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অন্তত ১৭টি ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘটেছে রংপুর জেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে অটো রিকশা ছিনতাই করতে হত্যার ঘটনায় চরম উৎকণ্ঠায় আছেন চালক'রা।
রংপুরের মিঠাপুকুরে মোর্শেদা বেগম সুই টি নামের এক গৃহবধূ'কে ছুরিকাঘাতে হত্যার পর তাঁর বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন গৃহবধূর স্বামী মিজানুর রহমান। ৭ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার বড়বালার শালিকাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
গত ১১ জানুয়ারি সন্ধ্যায় আলেফ উদ্দিন নামক ব্যাটা রিচালিত রিকশা চালককে রংপুর নগরীর চিলারঝাড় এলাকায় গাঁজা সেবন করিয়ে অচেতন করে দুর্বৃত্তরা। পরে পূর্ব পরিকল্পিত ভাবে তাঁর গলা কেটে ও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে রিকশা নিয়ে চলে যায়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান জানান, পরদিন মরদেহ উদ্ধারসহ হত্যায় জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুরের গঙ্গাচড়ায় যাত্রী সেজে হাতুড়ি দিয়ে চালকের মাথায় আঘাত করে ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক জন'কে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়'রা। গত ৩ ফেব্রুয়ারি রাতের এ ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক মোকছেদুল হক রমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রংপুর মহানগরীর নয়া হাটে ধান ক্ষেত থেকে গত মঙ্গলবার জাহিদুল ইসলাম নামে এক অটো রিকশার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাজীরহাট থানার রংপুর- বদরগঞ্জ সড়কের পাশ থেকে এটি উদ্ধার করা হয় তাঁকে হত্যা করে অটো রিকশা নিয়ে যায় নিহত জাহিদুল গঙ্গাচড়ার বুড়িডাঙ্গী এলাকার। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) শাহনুর আলম পাটোয়ারী বলেন, তাদের ধারণা অটো রিকশা টি ছিনতাইয়ের পর ভোরের দিকে তাঁকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
সম্প্রতি পেশাদার এক আলোক চিত্রী'কে গুরুতর আঘাত করে মৃত ভেবে তাঁর ক্যামেরা ও নগদ টাকাসহ পালিয়ে যাওয়া দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো রংপুর নগরীর বড়বাড়ি মুক্তারপাড়া এলাকার আবদুর রউফের ছেলে আবু সাঈদ ও নুরপুর এলাকার রাজু মিয়ার ছেলে সীমান্ত। গত ১ ফেব্রুয়ারি রংপুরের বদরগঞ্জ- লালদীঘি সড়কের কদমতলী'তে মধ্য রাতে ডাকাতির ঘটনা ঘটে। চার ব্যক্তি ডাকাতির শিকার হলেও দু’জনকে হাত- পা বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। আহতদের একজন পুলিশের এসআই। বদরগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিয়া বলেন, অপরাধীদের শনাক্ত করে ধরতে পুলিশর চেষ্টা চলছে।
এ ছাড়া ২০ জানুয়ারি রাতে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোরা উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও- পীরগঞ্জ সড়কের পুরোনো বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের বোদা উপজেলার কাউয়া খাল মাঝিয়ারী এলাকার অটো রিকশা চালক নুরুল ইসলাম নিখোঁজ ছিলেন কয়েক দিন ধরে। ২ ফেব্রুয়ারি সাঁওতালপাড়া ঘাট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলশিক্ষক আরিফুর রহমান লিমনের পরিবারের সবাই'কে অচেতন করে ৩ লাখ টাকা সহ ৯ ভরি স্বর্ণালংকার চুরি করেছে দুর্বৃত্তরা। ২২ ফেব্রুয়ারি রাতে বারাজান গ্রামে এ চুরির ঘটনা ঘটে। কুড়িগ্রামের রাজীবপুরের ফ্লুইসগেট এলাকা থেকে ৩০ জানুয়ারি এনামুল হক নামে অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজীবপুর থানার ওসি আশিকুর রহমান জানান, অটো রিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়।
এ বিষয়ে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায় বলেন, আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক পর্যালোচনা সভার তথ্য অনুযায়ী আগের চেয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই কমেছে। তার পরও কোথাও কোথাও ঘটনা ঘটছে। তবে প্রতিটি ঘটনায় আসামি শনাক্তসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার