• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ কর্মকর্তাদের আইজিপি নিজেকে রাষ্ট্রপতি দাবী করে সংবাদ সম্মেলন ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ

অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ‘নব্য সাধু’ রতন

সংবাদদাতা / ১৪৮ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে চাকরির প্রলোভনসহ বিভিন্ন অজুহাতে প্রতারণা করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে সপরিবারে গা-ঢাকা দিয়েছেন রতন মনি দাশ (৩৫) নামের এক নব্য সাধু। তিনি উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের রঞ্জিত দাশের ছেলে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরীও করেছেন এক ব্যবসায়ী।

কোর্টের মুহরি প্রতারক রতনের প্রতিবেশী নিতাই দাশের অভিযোগ, চাকুরীর প্রলোভন দেখিয়ে বোনের দেড় লাখ টাকা এবং আমার ৭০ হাজার টাকা হাতিয়ে নেন রতন। কিছুদিন ধরে তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি শুধু আমার নয়, তার আপন চাচাতো ভাই-বোন, ফুফাতো ভাই-বোন এবং গ্রামের একাধিক বন্ধু, পরিচিত লোকদের লোভনীয় চাকরির অফার দিয়ে নগদ কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন রতন।

এলাকার প্রতারণার স্বীকার লোকজন জানান, প্রতারক রতন দাশ এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাশাপাশি মালা, তিলক পরে টিকি ধরে একজন নব্য সাধু হিসাবে এলাকায় পরিচিত হয়ে উঠেন। এই সুবাদে অনেকের সঙ্গে তার পরিচয় গড়ে উঠে। রতন এই পরিচয়কে পুঁজি করে বিভিন্ন শিক্ষিত বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। তার প্রতারণা থেকে বাদ যায়নি তার নিকটাত্মীয় স্বজনসহ প্রতিবেশীরাও।

গোলাপগঞ্জ বাজারের সিঙ্গার প্লাস শো রুম থেকে প্রায় ৭০টি ল্যাপটপ নিয়ে দুই সপ্তাহ ধরে তিনি লাপাত্তা। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন রয়েছে বন্ধ। এদিকে রতনের স্বজনদের দাবি, রতন মনি সম্প্রতি ট্রেনিংয়ের কথা বলে ঢাকায় গেছেন। তার সঙ্গে তার স্ত্রী সন্তানদেরও নিয়ে গেছেন। স্বজনদের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রতনের বিরুদ্ধে আত্মসাৎ, প্রতারণার অনেক অভিযোগ রয়েছে। সপরিবারে গা ঢাকা দেয়ায় এসব অভিযোগ রহস্যের সৃষ্টি করেছে। পুলিশ অভিযোগ তদন্তের পাশাপাশি রতন ও তার পরিবারের সন্ধানে রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...