ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড ও কথিত ছাত্রলীগ নেতাদের অত্যাচারে অতিষ্ঠ 'ইয়াবা হারুন' নামে পরিচিত ছাত্রলীগ সভাপতি হারুন ও তার ছোট ভাই মেহেদীর নেতৃত্বে গড়ে ওঠা নিজস্ব সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উপর নানান ধরণের নির্যাতন চালিয়ে আসছে।
গত ৭ নভেম্বর বারইহাটি বাজারে রাস্তায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় মো. রহিম উদ্দিনের ছেলে ইমরান (১৭) কে ডেকে নিয়ে নির্জনে গুরুতর আহত করে হারুন ওরফে ইয়াবা হারুনের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। ইমরানের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ময়মনসিংহ চরপাড়া মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনার বিচার চাওয়ায় গত ৫ ডিসেম্বর বিকেলে হারুন, সজিব, মেহেদী সহ সন্ত্রাসী'রা দেশীয় অস্ত্র নিয়ে ইমরানের মা, মামা- মামী ও বড় ভাই সহ পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলা চালায়। আহতদের স্থানীয়'রা উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করেন।
হারুন ও সজীবের বিরুদ্ধে একাধিক খুন এবং মাদক সংক্রান্ত মামলা রয়েছে। প্রতিবাদকারীদের সে হত্যার হুমকি দিয়ে চুপ করানোর চেষ্টা করে। এলাকাবাসী পাগলা থানার ওসি'কে বিষয় টি জানালে তিনি আহতদের চিকিৎসা শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাধারণ মানুষের দাবি টাংগাব ইউনিয়নবাসী সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে মুক্তি পেতে এবং এই ঘটনার সঠিক বিচার পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার