লেখক: বি.এম আবু বকর সিদ্দিক
আমার শস্য- শ্যামল বাংলাদেশ
রুপ লাবণ্যের নেইকো শেষ।
মাঠে মাঠে সবুজ ঘাস
বন বাদারে তরুর বাস।
আমার পাখ-পাখালির বাংলাদেশ
বিহগ সুরের নেইকো শেষ।
ভোর বেলাতে মধুর সুর
ঘুম চলে যায় বহু দুর।
আখি মেলে চেয়ে দেখি
শিশির সাথে ঘাসের সখি।
আমার শত নদের বাংলাদেশ
বিল-ঝিলের নেইকো শেষ।
পানির ভেলায় মাছের মেলা
জেলের মুখে হাসির খেলা।
মাঝি জেলে মিতালী বাস
মাছে ভাতে বাঙালির শ্বাস।#