সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার বিকাল চারটায় উপজেলার চরইসলামপুর ইউনিয়ন বাজার মাঠে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়।
এডভোকেট ইমাম হোসেন সঞ্চালনায় ও চরইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জহিরুল হক খোকন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের দানব ছিলো শেখ হাসিনা, ব্রাহ্মণবাড়িয়ার দানব ছিলো মোকতাদির আর বিজয়নগরের দানব ছিল তানবীর ভূইয়া। ২০২৪ এর নির্বাচনে আমি আর ডামি নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছিল পলাতক সরকার। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তারা চরইসলামপুর ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম মিয়াচানের আত্মত্যাগের কথা উল্লেখ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবু তাহের। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মোমিনুল হক, আনিসুর রহমান মনজু, আলী আজম, মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, এডভোকেট আবদুর রহিম গোলাপ, রাশেদ কবির আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, আশিকুল ইসলাম সুমন, আবদুর রাজ্জাক, শফিক রায়হান শ্রাবণ, সদর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক, জেলা শ্রমিকদল নেতা আজিজুর রহমান প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার