আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪র্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে নিম্ন মানের ইট বালু, কাঠ ব্যবহারে স্থানীয়দের অভিযোগের ভিক্তিতে গণ- মাধ্যম কর্মীরা সরেজমিন ঘুরে দৈনিক প্রথম খবরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের নজরে আসায় অবশেষে তদন্ত শুরু করেছে গাইবান্ধা জেলা প্রশাসন।
তদন্ত কর্মকর্তা হিসাবে সরেজমিনে তদন্ত শুরু করেছেন গাইবান্ধা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান সিদ্দিকী। তিনি ৩ এপ্রিল সোমবার পলাশবাড়ী উপজেলার রামপুর মৌজায় ৩২ টি ও সাইনদহ মৌজায় ৩৮ টি নির্মাণাধীন ঘর পরির্দশন করছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য রাসেল সহ স্থানীয় গণ- মাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উক্ত ঘর নির্মাণের নিম্ন মানের সামগ্রী ব্যবহারের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান সিদ্দিকী জানান, এ প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগীতা প্রয়োজন। উক্ত বিষয়ে তদন্তের জন্য এসেছি, তদন্ত করছি। তদন্ত শেষে রিপোর্ট প্রদান করবো।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার রামপুর ও সাইনদহ মৌজায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নিম্ন মানের ইট বালু ও কাঠ ব্যবহার করার সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষ হতে তদন্ত শুরু করা হয়েছে। এ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী স্থানীয় জনসাধারণ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার