• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা / ১৫১ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

পটুয়াখালী প্রতিনিধিঃ- পটুয়াখালীর দশমিনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর বিরুদ্ধে জন- প্রশাসন মন্ত্রণালয় অভিযোগের প্রতিবাদে উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগ, মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা মাদ্রাসা শিক্ষ সমিতি, আব্দুর রসিদ তালুকদার কলেজ, ডা. ডলি আকবার মহিলা কলেজ, সকল এনজিও সমন্বয় ও তরঙ্গ খেলাঘর আসর মানববন্ধন করেছেন। রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরের সামনের সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষে মো. সেলিম মিয়া, উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার, উপজেলায় মাদ্রাসা সমিতির পক্ষে নুর আলম সিদ্দিকি, আব্দুর রসিদ তালুকদার কলেজ শাখার পক্ষে লিটন চন্দ্র, ডা. ডলি আকবার মহিলা কলেজের পক্ষে আবু সায়েম, দশমিনা সিনিয়র চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট ইকবাল হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইব্রাহিম আহম্মেদ অরবিল, এনজিও সমন্বয়ের পক্ষে জহিরুল ইসলাম, তরঙ্গ খেলাঘর আসরের পক্ষে গাজী সিহাব সহ আরো অনেকে।

বক্তরা অভিযোগ করেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ করেছে একটি কু-চক্রীমহল। এ ঘটনায় শুষ্ট তদন্ত এবং বিচার দাবী করেছেন মানববন্ধন কারিরা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...