মাসুদুর রহমান (শেরপুর) প্রতিনিধিঃ ‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণ-মাধ্যম চাই’ এ প্রতিপাদ্য'কে সামনে রেখে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কন্ঠ সহ সাত টি গণ-মাধ্যমে হামলা- ভাংচুর ও দেশের বিভিন্ন গণ-মাধ্যম অফিসে হামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২৭ আগস্ট মঙ্গলবার জেলায় কর্মরত সর্বস্তরের গণ-মাধ্যম কর্মীদের আয়োজনে শহরের চার- রাস্তা মোড়ে বেলা সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, মোহনা টিভি ও কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, মাই টিভি জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্রাহ রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি তাসলিম কবির বাবু, বিডিসি ক্রাইম বার্তার শেরপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান।
দৈনিক সময়ের ধারার জেলা প্রতিনিধি আবু তাহের, বকশীগঞ্জ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি একে এম নুর আলম নয়ন প্রমূখ। এসময় বক্তারা দৈনিক কালের কন্ঠ সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রত শাস্তির আওতায় আনার দাবি জানান।
এছাড়াও মানববন্ধনে অংশ নিয়ে একাত্ততা প্রকাশ করেন দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি প্রদীপ্ত কুমার সোম দীপন, দৈনিক বাংলাদেশ আলোর বকশীগঞ্জ প্রতিনিধি রায়হান।
দৈনিক আজকের বসুন্ধরা উপজেলা প্রতিনিধি ইমরান আকন্দ, দৈনিক চৌকস উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, জয় টিভি প্রতিনিধি রাকিবুল হাসান খোকন, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শফিউল্লাহ শফিক।
উপজেলা শুভ সংঘের সাধারণ সম্পাদক হাসান ফরহাদ, উপজেলা সুজন- সুশাসনের জন্য নাগরিকের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক ব্রক্ষপুত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিউল আযম তুহিন সহ অনেকে।
মানববন্ধনে জেলা ও উপজেলার কর্মরত গণ-মাধ্যম কর্মী, শুভ সংঘ ও সুজন- সুশাসনের জন্য নাগরিকের সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার