দীনেশ দেবনাথ, মেঘনা থেকেঃ- কুমিল্লার চৌকস ওসি ছমিউদ্দিনের তত্ত্বাবধানে গত এক বছরে মেঘনার আইনশৃঙ্খলা সহ সকল দিকে জননিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। এতে জনগণের আস্থা অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন। যোগদানের একবছর পূর্তি উপলক্ষ্যে তিনি (ওসি ছমিউদ্দিন) সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘনা বাসির উদ্দেশ্যে একটি মূল্যবান বার্তা দিয়েছেন, উনার বার্তাটি হুবহু তুলে ধরা হলো। প্রিয় মেঘনা বাসী আসসালামু আলাইকুম। গত বছরের এই দিনে অর্থাৎ গত ১৪/১১/২০২১ খ্রি.তারিখ মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আমি যোগদান করি। এই সময়কালীন মেঘনা বাসীর শান্তিঙ শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য আমরা টিম মেঘনা নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছি।গত ১ বছরে মেঘনা থানা পুলিশের অনেক অর্জন থাকলেও ব্যর্থতাকেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সকল ব্যর্থতার দায় ভার আমার নিজের উপর নিয়ে সব কৃতিত্ব প্রিয় মেঘনাবাসী ও আমার প্রিয় সহকর্মীদের উপসর্গ করলাম। আপনাদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা না পেলে প্রিয় মেঘনাকে শান্তির জনপদ হিসাবে আখ্যায়িত করা যেত না।” টিম মেঘনা থানার গত ০১ বছরের অর্জন ”(১) মোট মাদক মামলা রূজু – ৪০ টি, (২) আসামী গ্রেফতার- ৫২ জন, (৩) উদ্ধার (গাঁজা)- ৬১ কেজি ৮১৫ গ্রাম,(৪) উদ্ধার (ইয়াবা ট্যাবলেট)- ৯৪৯ পিস, (৫) ওয়ারেন্ট মুলে গ্রেফতার- ১৪৮ জন, (৬) ডাকাতি প্রস্তুতি মামলায় ০৩ জন আসামী গ্রেফতারসহ ০১ টি প্রাইভেট কার উদ্ধার, (৭) গত ১ বছরের মধ্যে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে রজুকৃত ১ টি মাত্র খুন মামলায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ সনাক্ত করতঃ ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত ০২ জন আসামীকে গ্রেফতারের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। হারানো মোবাইল উদ্ধার- ৪৯ টি, যাহার মূল্য প্রায়- ৮,৮২,০০০/- টাকা। নিখোঁজ (ভিকটিম) উদ্ধার- ১৯ জন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান- ৩১৮০ টি। এ ক্ষেত্রে শত ভাগ স্বচ্ছতা বজায় রেখে কোন ধরনের হয়রানী ব্যতিত পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়। মোট চুরি জনিত মামলা- ০৮ টি, (২) আসামী গ্রেফতার- ২৬ জন, (৩) উদ্ধার- ১। ০১ টি মাইক্রোবাস, ২। মুদি দোকানের মালামাল, ৩। গবাদি পশু, ৪। ০২টি অটো বাইক, ৫। নৌকার ইঞ্জিন, ৬। সিসি টিভির হার্ডডিক্স, ৭। অটো ব্যাটারী, সর্বমোট মূল্য- ২২,৮২,০০০/- টাকা। মেঘনার আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল প্রকার উন্নয়ন মূলক কাজে নিজকে বিলিয়ে দেয়াই হবে ওসি ছমিউদ্দিনের অঙ্গীকার।#