কক্সবাজার প্রতিনিধিঃ- র্যাব- ১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড কলাতলীস্থ হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব- ১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর ক্যাম্পের আভিযানিক দল ০৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় বর্ণিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতিতে তিনজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা- সৈয়দ হোছন, মাতা- জায়েদা বেগম, সাং-উত্তর লেংগুরবিল, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, আব্দুল মোতালব (২৫), পিতা- আলী জোহাক, মাতা- মৃত ফাতেমা খাতুন, জাহেদ হোসেন (২০), পিতা- নুর মোহাম্মদ, মাতা- শামছুন্নাহার, উভয় সাং- মৌলভীপাড়া, ৮ নং ওয়ার্ড, গুদারবিল ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ১ নং ধৃত ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগের ভেতর হতে ৬,০০০ (ছয় হাজার) পিস, ২ নং ব্যক্তির পরিহিত পাঞ্জাবির পকেটের ভেতর হতে ২,০০০ (দুই হাজার) পিস এবং ৩ নং ধৃত ব্যক্তির পরিহিত প্যান্টের পকেট হতে ২,০০০ (দুই হাজার) পিসসহ সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তিরা সঙ্গবদ্ধ ভাবে একে অপরের সহযোগিতায় পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে তাদের হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল।
উদ্ধাকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার