কক্সবাজার প্রতিনিধি: র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন লাইট হাউজপাড়া এলাকায় জনৈক বাদশা মিয়া এর বসতঘরে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২২/০৭/২০২২ তারিখ আনুমানিক ২৩.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে বাদশা মিয়া (৪০), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-হোসনে আরা, সাং-লাইটহাউজপাড়া, ওয়ার্ড নং-১২, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির বসতঘর তল্লাশী করে শয়নকক্ষের খাটের নিচ হতে সর্বমোট ১১ বোতল বিদেশী মদ ও ২২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মোঃ বিল্লাল উদ্দিন সহকারী পুলিশ সুপার।#