বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ কক্সবাজারে গত ৭ মার্চ ২০২৪ ইং তারিখে বিকেল ৩ টা.৩০ মিনিটের সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা এর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিনিয়া জান্নাত এর সহায়তায় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদর এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন হোটেল মোটেল জোন এবং পাহাড়তলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে র্যাব।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে বর্ণিত এলাকায় রুপসী বাংলা রেষ্টুরেন্ট এর ম্যানেজার মোঃ মনিরুজ্জামান (৫১) ও ব্লু ওয়েব রেষ্টুরেন্ট এর ম্যানেজার মোঃ সাইফুল হুদা (৪৩) কে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৮ (গ) ধারা মোতাবেক খাদ্য পণ্য উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশ।
খাদ্যে ভেজালের কারণে ৫ লক্ষ টাকা এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারার ৫৮ দন্ডবিধি, মৎস ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ ধারার ২০ দন্ডবিধি মোতাবেক ফ্যাক্টরী'তে অস্বাস্থ্যকর পরিবেশ, দেশীয় পণ্যে বিদেশী স্টিকার ব্যবহারের কারণে আপন ড্রিংকিং এর ম্যানেজার মোঃ আনসার খান (৩৫) কে ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়, বলে জানান র্যাব।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার