বিশেষ প্রতিবেদক: কবর স্থানে নবজাতকের কান্নার আওয়াজ শুনে সেই নবজাতকে উদ্ধার করলেন পথচারী স্থানীয়'রা। সিলেটের ঘিলাছড়া গ্রামের শাহ আমিন (রহ.) মাজারের কবরস্থান থেকে পরিচয়হীন ওই নবজাতক'কে উদ্ধার করেছেন পথচারী। সোমবার সকালে নবজাতক'কে উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামের লোকজন জানান, উপজেলার নিজ ঘিলাছড়া গ্রামের শাহ আমিন (রহ.) মাজারের পাশে কবরস্থান রয়েছে।
পথচারী স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরস্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। এ সময় তারা এগিয়ে গিয়ে ওই নবজাতক'কে পড়ে থাকতে দেখেন। এরপর তাৎক্ষণিক সময়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে সদ্য জন্ম নেয়া নবজাতকের শরীর পরিষ্কার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, পথচারী স্থানীয় লোকজন নবজাতক শিশুটি'কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি সুস্থ আছে। আমরা শিশুটি'কে আপাতত হাসপাতালে রেখেউ নিবিড় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার