নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্রীড়ানুরাগী কবি সালাউদ্দিন বাদলের শুভ জন্মদিন উপলক্ষে পুরান ঢাকার ওয়ারীতে সিলভারডেল প্রিপারেটরী এন্ড গার্লস স্কুলের ২য় তলায় অডিটোরিয়ামে সোমবার দুপুরে জন্মদিন উদযাপন কমিটির আয়োজনে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি, এ সময় তাকে জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানা, সাংবাদিক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এসময়ে উপস্থিত ছিলেন, কবি রবীন্দ্র গোপ, কবি, গীতিকার শাফাত খৈয়াম, কবি আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা তপন চৌধুরী ও পারবেজ, নাট্যকার ডিএইচ রানা, ইশরাত জাহান, দিপালী শামা, সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ। জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাউল শিল্পী ময়না সরকার, দেলোয়ার বয়াতী গান পরিবেশ করেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন জয় বাংলা সাংকেতিক ঐক্য জোটের দপ্তর সম্পাদক আশিক আজিজ স্কুলের শিক্ষক / শিক্ষিকা ও ছাত্রী'রা এসময়ে সালা উদ্দিন বাদলের জন্মদিনে শুভেচ্ছা বক্তব্য ও কবিতা পাঠ করেন।
তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, সহ- সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পীগোষঠির সভাপতি, চেয়ারম্যান সিলভারডেল প্রিপারেটরী এন্ড গার্লস স্কুল সহ রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের জড়িত থেকে সাধ্য অনুযায়ী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি।
তার উল্লেখযোগ্য কবিতার বই মুক্তির রুপালী বাতাস, যুদ্ধ শেষ হয়নি, আমরা জেগে আছি, ও সালাউদ্দিন বাদলের কবিতা সমগ্র, ভালোবাসার কবিতা, এছাড়া তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ১৫ ই আগস্ট উপলক্ষে নিয়মিত প্রকাশিত পিতা' সংকলনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার