মোঃ সুজন বেপারী - বাংলাদেশ ফুটবল ফেডারেশন বসুন্ধরা গ্রুপ তৃতীয় বিভাগ মহানগরী ফুটবল লীগ ২০২২- ২০২৩ কিংস এ্যারেনা স্টেডিয়াম মাঠে উদ্বোধনী খেলা কমলাপুর স্টেডিয়ামে সোমবার ১৯জুন বিকেল চার ঘটিকায় বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম মাঠে গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাব বনাম এফসি ব্রাক্ষণবাড়িয়া ১-১ পেলান্টিক গোলে ড্র অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিতি ছিলেন গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের সভাপতি, রফিকুল আলম রফিক, সহ-সভাপতি গোলাম ফারুক জমিদার, ক্রীড়া সম্পাদক, আজম খাঁন, ক্রীড়া সহ-সম্পাদক, গেসউদ্দীন, সাংগঠনিক সম্পাদক, আরিফ হেলালী সবুজ, সহ- সেক্রেটারি ফুটবল ম্যানেজার, শিপন জমিদার, ফুটবল কোচ মোজাম্মেল হোসেন, ক্রিকেট কোচ পরিচালক, রনি খান চিতা, জেলা ক্রিকেট টিম ম্যানেজার মনির হোসেন সজিব।
সদর উপজেলার কৃষকলীগের সিনিয়র সহ- সভাপতি, মোহাম্মদ বাদশা মিয়া, মিরকাদিম পৌর কৃষকলীগের সেক্রেটারি, রিপন মুন্সী, রামগোপাল পুর ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ সালাহউদ্দিন দেওয়ান ও মাসুদ রানা আছিফ, মোহাম্মদ সালাহউদ্দিন হোসেন, কামাল মাদবর, শেখ খুসরু, তুষার, তুহিন, অন্তর, ফেরদৌস, ঢাকা মহানগর প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন অফিসার দৈনিক আলোকিত সকাল স্টাফ রিপোর্টার মোঃ সুজন বেপারী সহ আরো অনেকেই উপস্থিতি ছিলেন।
এবিষয় গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্লাবের সভাপতি, রফিকুল আলম রফিক বলেন, আমাদের ড্র হওয়ার পিচনে খেলোয়াড়দের কিছু ভুল আছে ভুলের কারণে ব্রাক্ষণবাড়িয়া দলের চাইতেও আমাদের টিম মোটামুটি অনেক ভালো আগামী ২২ জুন বিকেল চারটায় বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়াম মাঠে গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাব বনাম এফসি উত্তরবঙ্গ অনুষ্ঠিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার