কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে (২৬) মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মেহেদীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেছে পুলিশ। মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ছাত্রলীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন, মেহেদী হাসান কুমিল্লা মহানগর ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। এ বিষয় কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুককে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার