কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের গাংরা এলাকায় হানিফ পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের কারও পরিচয় জানা যায়নি।
হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি গাংরা এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন। নিহতের তিনজনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি। এছাড়া দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার