সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদকে (৪২) কে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। ঘটনা ঘটেছে, (২৫ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামে।
ঘটনায় জানা যায়, সকালে চেয়ারম্যান মজিবর রহমান মজিদ তার মাছের ঘেরে যাচ্ছিলো। পথিমধ্যে শেখপাড়া বিহারীয়া গ্রামের ফজলু মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে সেখান থেকে দুর্বত্তরা তাকে কুপিয়ে জখম করে।
চেয়ারম্যানের স্ত্রী আফরোজা জানান, আমার স্বামী মজিদ সকাল সাড়ে ৭ টার দিকে মোটরসাইকেল যোগে মাছের পুকুরে যাচ্ছিলো। পুর্ব শত্রুতার জেরে পথিমধ্যে শেখপাড়া বিহারীয়া গ্রামের ফকির মন্ডলে ছেলে ফজলু মন্ডল (৩৫) ও হাসিব (২৪), ফজলু মন্ডলের ছেলে রাফাত (২৩), কুদ্দুসের ছেলে সাবু (২৪), তমছেলের ছেলে জনি (২৭) মোটর সাইকেলের গতিরোধ করে উপর্যুপরি কুপিয়ে জখম করে।।
পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে খোকসা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, এখনো আমি ঘটনাস্থলে অবস্থান করছি। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ অবস্থান করছে, কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, তবে বাদী পক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার