সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করেছেন দাদা, চাচা ও চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে যদুবয়রা ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে।আহত নারী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত হয়েছেন যদুবয়রা ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে শেলি খাতুন (২৪)। তিনি ইপিজেড এ কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। আহত শেলি খাতুনের বাবা নুর ইসলাম জানান, তিনি দীর্ঘদিন যাবত পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি জিকে ক্যানালের কালিনদী সংলগ্ন স্থানে বসবাস করেন।
সরকারি এই সম্পত্তি নিয়ে তার বাবা ও ভাইদের সাথে বিরোধ রয়েছে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শুক্রবার চাপড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সেলিমুজ্জামান সুজন আপোষ মিমাংসা করে দেন। কিন্তু সকালে তার বাবা, ভাই ও ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সীমানার বেড়া ভাংচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এসময় বাড়িতে থাকা তার অন্তঃসত্ত্বা মেয়ে শেলি খাতুন ভাঙচুরের ঘটনা ভিডিও ধারণ করলে। হামলা কারীরা শেলির হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেবার চেষ্টা করে এবং পিটিয়ে আহত করে। বর্তমানে তার মেয়ে অসুস্থ অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানান।
আহত অন্তঃসত্ত্বা নারী শেলি খাতুন জানান, তিনি সকালে বাইরে হাঁটাহাঁটি করার সময় ১৫/১৬ জন তার বাড়িতে দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাড়ির সিমানার বেড়া ভাংচুর করতে থাকে। তিনি ভাংচুরের ঘটনা ভিডিও করার সময় তার চাচা ও চাচাতো ভাই তাকে পিটিয়ে আহত করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার