রোজি আক্তার হ্যাপি: কুয়াকাটায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনে শাহিন হাওলাদার (৩২) কে ৫ হাজার টাকা জরিমানা। বুধবার বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলাধীন লতাচাপলী ইউনিয়নের খাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় আচারণ বিধি লঙ্ঘন করায় সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী বলেন, শাহিন হাওলাদার (৩২) নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে মটর সাইকেল যোগে লোক আনা নেয়া করেন। যার কারণে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। যাতে আর কোন লোক নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন না করে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার