মোঃ বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ– কেরাণীগঞ্জ গার্মেন্টস মালিক সমবায় সমিতি লি: এর ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ১৫ অক্টোবর শনিবার সমিতি কার্যালয়ে এক জনাকীর্ণ পরিবেশে জমকালো আয়োজনে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে চেয়ার প্রতীক নিয়ে মোঃ স্বাধীন শেখ- সভাপতি এবং আনারস প্রতীক নিয়ে মোঃ মুসলিম ঢালী- সাধারন সম্পাদক পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সমিতির অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ- সভাপতি মোঃ সেলিম মিয়া, যুগ্ম সম্পাদক- মোঃ তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ- শেখ কাওসার এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য- মোঃ মুজাফর তালুকদার, মোঃ এমারত হোসেন, এইচ. এম নীরা, মোঃ রফিকুল আলম, মোহাম্মদ রাজু আহম্মেদ রনি, মোঃ আরশাদ মল্লিক ও মোঃ রফিকুল ইসলাম। কেরাণীগঞ্জ গার্মেন্টস মালিক সমবায় সমিতি লি: এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেলা সমবায় কার্যালয়ের অডিটর মোঃ মঞ্জুরুল কবীর উপস্থিত থেকে নব- নির্বাচিত এ কমিটির আনুষ্ঠানিক ঘোষনা দেন। এসময় তিনি নব নির্বাচিত কমিটির উজ্জল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এর আগে গত ২৯ আগষ্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী ১১ ও ১২ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদান এবং ১৮ সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে ১৯ সেপ্টেম্বর সকল প্রার্থীদের বৈধতা ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। #
বিস্তারিত...