বনি আমিন কেরানীগঞ্জ থেকেঃ ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল সরেজমিন পরিদর্শনে গেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
সকালে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের সভাকক্ষে এক জরুরি আলোচনায় বসেন বন্দর কর্তৃপক্ষ সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সভা শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে লাভজনক করতে হবে।
এখানে ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়েছে। তিনি আরো বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজেক্ট। এটা কে সাকসেস ফুল করতে হবে এবং সকলে মিলে সে টি করার জন্য আজকের এই পরিদর্শন
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার