বনি আমিন ঢাকা প্রতিনিধিঃ- ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মামুন- অর-রশিদ এর তত্বাবধানে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহাবুদ্দিন কবীর বিপিএম- সেবা এর সভাপতিত্বে, বিট ইনচার্জ ও বিট সহকারী ইনচার্জদের নিয়ে বিট পুলিশিং বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় অত্র এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যপারে বিভিন্ন কার্যকরি পদক্ষেপ নেয়া হয়, বিটে সাধারণ মানুষের সমস্যার কথা শুনা হয়, বিট পুলিশিং কি এবং এর মাধ্যমে কিভাবে বিট এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশি সেবা পেতে পারেন, এলাকার মাদক কিভাবে এলাকাবাসিদের নিয়ে নিরসন করা যাবে, চুরি- ডাকাতি- দস্যুতা ও ছিনতাই কিভাবে কমানো যাবে, কিভাবে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে এসব গুরুত্বপূর্ণ বিষয় সহ আরো অনেক বিষয় নিয়ে মত বিনিময় হয়।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার