বনি আমিন, ঢাকা প্রতিনিধিঃ- ৯ সেপ্টেম্বর রোজ (শুক্রবার) জুমার নামাজের পূর্বে কেরানীগঞ্জ মডেল থানা কালিন্দী ইউনিয়ন এর পটকাজোড় হাবিব নগর জামে মসজিদে বক্তব্য প্রদান করেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মামুন-অর-রশিদ পিপিএম।
উক্ত বক্তব্যে তিনি সুস্পষ্টভাবে বলে দেন যে, "থানায় যে কোন ধরনের সেবা নিতে আপনাদের কোন ধরনের টাকা লাগবে না", তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মাদক এর কুফল ও এর বিস্তার রোধকল্পে করনীয়,কিশোর গ্যাং ও এর থেকে সচেতনতা, বিট পুলিশিং এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রদান, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি- ডাকাতি, ব্যাটারি পুড়িয়ে পরিবেশের ধ্বংস ইত্যাদি।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার