নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে আসন্ন আওয়ামী যুবলীগের ইউনিয়ন সম্মেলনকে ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তার অলিগলি। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উৎফুল্ল নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ পদ পেতে জোর প্রচারণা ও লবিং শুরু করেছে অনেকে। কোন উপলক্ষ পেলেই নিজেদের জনপ্রিয়তা জানান দিতে শোডাউন করতে দেখা গেছে নেতাকর্মীদের। আগামী ২০ মে শাক্তা এবং ২১ মে হযরতপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার।কথা রয়েছে ঢাকা-২ এর এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির।
হযরতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে একাধিক নাম জোরে সোরে শুনা যাচ্ছে, তাছাড়া অনেকে ভেতরে ভেতরে ও লবিং করছে। তবে সভাপতি টি ভাগিয়ে নিতে জোর প্রচারণা চালাচ্ছেন একাধিক মাদক ও বিস্ফোরণ মামলার আসামী লংকারচর গ্রামের জালাল মেম্বারের ছেলে হুমায়ুন কবির, যিনি বর্তমান কমিটির সহ- সভাপতি! তবে যুবলীগ নেতারা জানিয়েছেন সে কমিটির কেউ না।
চার মামলার আসামী ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী যুবলীগের গুরুত্বপূর্ণ পদ পেতে জোর প্রচারণা জনমনে আতংক সৃষ্টি করছে। স্থানীয়রা বলছে সভাপতি হলে সে আরও বেপরোয়া হয়ে উঠবে। তার ব্যবসার হাতিয়ার হিসেবে চাওয়া এই সভাপতি পদ জানিয়েছে এলাকাবাসী।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা বিরোধী হুমায়ুন প্রকাশ্যে বহু নৌকা সমর্থক কে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছেন। জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ২০১৯ সালে বিপুল পরিমাণ মাদক সহ হুমায়ুন কে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। দীর্ঘদিন পর জেল থেকে বেরিয়ে আবারও শুরু করেন মাদক ব্যবসা। ২০২০ সালের ৬ মার্চ মাদক সহ আবারও গ্রেফতার হয় হুমায়ুন। তাছাড়া বিগত ২৯ নভেম্বর ২০২১ সালে বিস্ফোরক দ্রব্য আইনের একটি এবং একই বছর হত্যার হুমকি, মারামারি, ভাঙচুর, লুন্ঠনের অভিযোগে আরও একটি মামলা রয়েছে হুমায়ুনের বিরুদ্ধে।
মানিকগঞ্জ জেলার সীমানা ঘেঁষা হযরতপুর ইউনিয়ন তথা পশ্চিম কেরানীগঞ্জ ও সিংগাইর উপজেলার ৩ টি ইউনিয়নে মাদক কারবারি হিসেবে ব্যাপক পরিচয় রয়েছে হুমায়ুন কবিরের। সে আগামী সম্মেলনে যুবলীগের সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ পেলে এলাকায় সে আরও বেপরোয়া হয়ে উঠবে উঠবে বলে দাবী এলাকাবাসীর। যুক্ত করে দিয়েন,
এ ব্যাপারে অভিযুক্ত হুমায়ুন কবির কে ফোন করা হলে তিনি বলেন, এগুলো রাজনৈতিক মামলা, পদ- পদবী পেতে মামলা কোন সমস্যা হবে না। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তার বিরুদ্ধে একাধিক মামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। উল্লেখ মামলার যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে প্রতিবেদকের হাতে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার